অ্যালার্জি

এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

বর্তমান সময়ে অ্যালার্জি এমন একটি জটিল রোগ যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সি মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং শরীরে এর ক্ষতিকর প্রভাবে ভুগে থাকেন। কারও কারও ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জি সামান্য অসুবিধা ও কম ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে থাকে। আবার কারও ক্ষেত্রে দেখা যায় এই অ্যালার্জি জীবনকে বিষিয়ে দেয়। এই পোস্টে অ্যালার্জি থেকে কিভাবে মুক্তি পাবেন এবং এলার্জি ঔষধ এর নাম এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। পুরো পোস্টটি পড়বেন আশা করছি উপকৃত হবেন।

এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

এলার্জি ঔষধ এর নাম
এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

আমাদের শরীরে অ্যালার্জি হলে বেশ কিছু প্রতিক্রিয়া হয়ে থাকে এবং বিভিন্ন উপায়ে তা প্রকাশ পেতে পারে।

যেমন:

  • হাঁচি
  • নাক দিয়ে পানি পড়া
  • চুলকানি বা জলযুক্ত চোখ
  • ত্বকে ফুসকুড়ি
  • আমবাত
  • চোখ দিয়ে পানি বের হওয়া
  • ফোলাভাব এবং শ্বাস নিতে অসুবিধা ইত্যাদি ।

গুরুতর ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া অ্যানাফিল্যাক্সিস হতে পারে। এটি একটি জীবন-হুমকির প্রতিক্রিয়া যার জন্য আপনার খুব দ্রুত অবিলম্বে চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা নেওয়া প্রয়োজন।

এলার্জি হলে আমরা এর প্রভাবে নাজেহাল হয়ে পরি এবং এলার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ঔষধ সেবন করা অত্যাবশ্যক হয়ে পরে। তাই আমরা এলার্জি ঔষধ এর নাম এবং দাম সম্পর্কে জানতে চাই।

নিচে এলার্জির কয়েকটি কার্যকরী ঔষুধ এর নাম উল্লেখ করা হলো :

  • Raymin – রাইমিন
  • Safi Hamdad – সাফি হামদাদ
  • Alcet – এ্যালসেট
  • Rupa 10mg – রোপা ১০মিলিগ্রাম
  • Fexo 180 – ফেক্সো ১৮০

এলার্জি হলে আপনারা উল্লেখিত ঔষধ গুলোর যেকোনো একটি সেবন করতে পারেন। এই ঔষুধ গুলো এলার্জি নিরাময় করতে খুবই কার্যকরী হয়ে থাকে।

পড়ুন: এলার্জি দূর করার উপায় কি ?

 

নিচে উল্লেখিত ঔষধ গুলোর দাম এবং ব্যবহারবিধি বিস্তারিত উল্লেখ করা হলো:

  • Raymin – রাইমিন:এটি এলার্জি নিরাময় করতে সবচেয়ে বেশি কার্যকরী একটি সিরাপ। এই সিরাপটি ২-৬ বছরের শিশুদের ক্ষেত্রে হাপ চা চামচ করে দিনে তিন বার, ৭-১২ বছর বয়সীদের ক্ষেত্রে এক চা চামচ করে দিনে তিন বার, ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে চার বার সেবন করতে হবে। একটি ১০০ মিলি সিরাপের মূল্য ৪৩ টাকা।
  • Safi Hamdad – সাফি হামদাদ : এই সিরাপটিও এলার্জি নিরাময়ের জন্য খুব কার্যকরী একটি ঔষধ। এই সিরাপটি ১০-১৫ বছর বয়সীদের ক্ষেত্রে হাপ চা চামচ করে দিনে তিন বার, ১৬-২০ বছর বয়সীদের ক্ষেত্রে এক চা চামচ করে দিনে তিন বার, ২০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে চার বার সেবন করতে হবে। একটি ১০০ মিলি সিরাপের মূল্য ৭৫ টাকা।
  • Alcet – এ্যালসেট : এই ট্যাবলেটটি এলার্জি নিরাময়ের জন্য খুব কার্যকরী একটি ঔষধ। এই ট্যাবলেটটি ১০-১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ১ টি ট্যাবলেট ৮/১০ টি খেতে হবে , ১৬-২০ বছর বয়সীদের ক্ষেত্রে ১ টি ট্যাবলেট ১২ টি খেতে হবে , ২০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে একটি ট্যাবলেট ১৫ টি সেবন করতে হবে। একটি এ্যালসেট ৫ মিলি ট্যাবলেটটির মূল্য ৪৫ টাকা।
  • Rupa 10mg – রোপা ১০মিলিগ্রাম: এই ট্যাবলেটটিও এলার্জি নিরাময়ের জন্য খুব কার্যকরী একটি ঔষধ। এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দু বেলা খাওয়ার পর এবং শিশুদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে। রোপা ১০ মিলি এক পাতা ট্যাবলেটের মূল্য ১২ টাকা।
  • Fexo 180 – ফেক্সো ১৮০: এই ট্যাবলেটটিও এলার্জি নিরাময়ের জন্য খুব কার্যকরী একটি ঔষধ। এই ট্যাবলেটটি ও প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দু বেলা খাওয়ার পর এবং শিশুদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে। ফেক্সো ১৮০ এক পাতা ট্যাবলেটের মূল্য ৯০ টাকা।

এলার্জি হলে এই ঔষুধ গুলোর যেকোনো একটি উল্লেখ করা নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন। এই ঔষুধ গুলো এলার্জি নিরাময় করতে খুবই কার্যকরী ঔষুধ।

 

স্কিন এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

 এলার্জি ঔষধ এর নাম

 

সকলের জন্যই স্কিন এলার্জি খুবই মারাত্মক একটি সমস্যা। বিভিন্ন কারনেই আমাদের শরীরে চুলকানি হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় চোখ লাল হয়ে যায়। আবার অনেকের স্কিনে লালচে এক ধরনের দানা ওঠে। যার ফলে তাদের হালকা ধুলোবালির সংস্পর্শে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরে এলার্জি হলে আমাদের চরমভাবে ঘুমের ব্যাঘাত ঘটে। আবার এমন এলার্জি আছে যেগুলো কোনো বস্তুর প্রতি সংবেদনশীল হয়ে থাকে ।

যেমন:

  • কারো কারো অলংকার এলার্জি রয়েছে।
  • কারো কারো প্রসাধন সামগ্রীতে এলার্জি থাকে।
  • সাবান ডিটারজেন্ট থকে এলার্জি হয়ে থাকে।
  • বিভিন্ন রাসায়নিক বস্তু থেকে এলার্জি হয়ে থাকে।
  • দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী থেকেও এলার্জি হয়ে থাকে ।

এরকম অনেক বস্তুই রয়েছে যার সংস্পর্শে আসলেই শরীরে এলার্জি দেখা দিয়ে থাকে।

পড়ুন: এলার্জি চুলকানি দূর করার উপায়

শরীরে স্কিন এলার্জির বেশ কিছু কারণ রয়েছে। আমরা যদি এই কারন গুলো থেকে বিরত থাকতে পারি তাহলে আমাদের শরীরে ক্ষতিকর এলার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কারন গুলো হলো:

  • শরীর সবসময় পরিষ্কার পরিছন্ন না রাখা।
  • অনেক সময় আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে রং করা এবং শরীরে ট্যাটু করা।
  • বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এলার্জি।
  • স্কিন বা ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া।
  • বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়ের কামড়ে এলার্জি হয়ে থাকে।
  • চারপাশের পরিবেশ এবং বায়ু দূষণের কারণে এলার্জি হয়ে থাকে।

প্রধানত উল্লেখিত কারন গুলোর জন্যই আমাদের শরীরে স্কিন এলার্জি হয়ে থাকে। আমরা যদি এই কারন গুলো থেকে বিরত থাকতে পারি তাহলে খুব সহজেই স্কিন এলার্জি থেকে মুক্তি পেতে পারি।

অনেক সময় দেখা যায় সতর্কতা অবলম্বন করার পরেও স্কিন এলার্জি হয়ে যায়। তখন তা নিরাময় করার জন্য আমাদের বিভিন্ন ঔষধ গ্রহণ করতে হয়। তাই আমরা কানতে চাই ভালো স্কিন এলার্জি ঔষধ এর নাম।

নিচে স্কিন এলার্জির সবচেয়ে কার্যকরী ঔষুধ গুলোর নাম উল্লেখ করা হলো :

  • Rupadin – রোপাডিন
  • Oradin – ওরাডিন
  • Alatrol 10 – এ্যালাট্রল ১০
  • Vitamin A & Zinc – ভিটামিন-এ এবং জিঙ্ক
  • Antioxidant – এন্টিঅক্সিডেন্ট 

নিচে ঔষধ গুলোর মূল্য এবং ব্যবহারবিধি উল্লেখ করা হলো :

  • Rupadin – রোপাডিন: রোপাডিন এই ট্যাবলেটটি রাতে ঘুমানোর আগে একটি সেবন করতে হয়। এটি ত্বকের এলার্জি দূর করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। একটি রোপাডিন ট্যাবলেটের মূল্য ১২ টাকা। এই ট্যাবলেটটি একাধারে ১২/১৫ টি সেবন করতে হবে।
  • Oradin – ওরাডিন: ওরাডিন এই ট্যাবলেটটি সকালে ও রাতের খাবার খাওয়ার পর সেবন করতে হয়। এটি ত্বকের অনেক পুরাতন এলার্জি দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। একটি ওরাডিন ট্যাবলেটের মূল্য ৪ টাকা। এই ট্যাবলেটটি একাধারে ১৫/১৮ টি সেবন করতে হবে।
  • Alatrol 10 – এ্যালাট্রল ১০: এ্যালাট্রল ১০ এই ট্যাবলেটটি সকালে ও রাতের খাবার খাওয়ার পর সেবন করতে হয়। এটিও ত্বকের অনেক পুরাতন এলার্জি এবং যেকোনো ধরনের এলার্জি দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। একটি এ্যালাট্রল ১০ ট্যাবলেটের মূল্য ৩ টাকা। এই ট্যাবলেটটি একাধারে ১৫/২০ টি সেবন করতে হবে।
  • Vitamin A & Zinc – ভিটামিন-এ এবং জিঙ্ক: ভিটামিন-এ এবং জিঙ্ক আমাদের ত্বকের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। ভিটামিন-এ এবং জিঙ্ক এর একটি ট্যাবলেটের মূল্য ৩-৫ টাকা। এই ট্যাবলেটটি সকালে এবং রাতের খাবার খাওয়ার পর সেবন করতে হবে। এই ট্যাবলেটি একাধারে ১৫/২০ টি সেবন করতে হবে।
  • Antioxidant – এন্টিঅক্সিডেন্ট: এন্টিঅক্সিডেন্ট ও আমাদের ত্বকের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। এন্টিঅক্সিডেন্ট ট্যাবলেট ও সিরাপ উভয়ই পাওয়া যায়। বাজারে বিভিন্ন নামে এন্টিঅক্সিডেন্টের ট্যাবলেট এবং সিরাপ পাওয়া যায়। একটি এন্টিঅক্সিডেন্ট ট্যাবলেট ৩-৬ টাকা। এটি একাধারে ১০/১২ দিন দিনে দুই বেলা খাওয়ার পরে সেবন করতে হবে।

স্কিন এলার্জি হলে উপরে উল্লেখিত যেকোনো একটি ঔষধ সেবন করতে পারেন। এই ঔষধ গুলো স্কিন এলার্জি নিরাময় করতে খুবই কার্যকরী।

 

মুখের এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

 

এলার্জি ঔষধ এর নাম
মুখের এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

 

মুখের এলার্জি হলো মুখে প্রকাশিত অস্বস্তিতের ফলে একটি অবস্থা যা আমাদের মুখের চারপাশে ছোট ছোট ফোঁটা, স্কার্চ দেখা দেয় এবং মুখের ভেতরে খারাপ স্বাদের অনুভব হয় । এটি আমাদের সকলের অতি পরিচিত এবং কমন  একটি সমস্যা।

এই মুখে এলার্জি ছোট বড় সকলেরই হয়ে থাকে। তবে মুখে এলার্জি হলেই অনেকে না জেনেই ঘাবড়ে যান, মুখে এলার্জি হলে কিছু সাধারণ ঔষধ এবং ঘরোয়া উপায়ে তা নিরাময় করা যায়।মুখে এলার্জি হলে আপনারা কিছু সাধারণ লক্ষণ দেখে নিশ্চিত হতে পারবেন যে আপনার মুখে এলার্জি হয়েছে।

লক্ষণ গুলো নিচে উল্লেখ করা হলো:

  • আপনার মুখে ছোট ছোট ফোঁটা ক্ষত তৈরি হওয়া।
  • মুখে অতিরিক্ত চুলকানি বা অস্বস্তি হওয়া।
  • মুখ ফুলে যাওয়া বা উঁচু হওয়া।
  • অতিরিক্ত তন্দ্রাচ্ছন্ন লাগতে পারে।
  • চোখের চারপাশের চামড়া লাল হয়ে যাওয়া।
  • গলায় হালকা ব্যাথা এবং জিহ্বায় বিস্বাদ অনুভব হওয়ার মতো প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

একজন ব্যক্তির মুখে এলার্জি হলে সে সাধারণত উল্লেখিত উপসর্গ গুলো দেখে বুঝতে পারেন যে তার মুখে এলার্জি হয়েছে । মুখে এলার্জি হলে তা নিরাময় করার জন্য আপনি তা নিরাময় করতে ঔষধ সেবন করতে চান। তাই জানতে চান যে ভালো মুখের এলার্জি ঔষধ এর নাম।

নিচে মুখে এলার্জির সবথেকে কার্যকরী ঔষুধ এর নাম উল্লেখ করা হলো:

  • Darmasol N – ডার্মাসল এন
  • Bet CL – ভেট সিএল
  • Ezex – ইজেক্স
  • Fungidal HC – ফানজিডাল এইচ সি

এই ঔষুধ গুলো মুখের এলার্জি দূর করতে খুবই কার্যকরী ঔষুধ

নিচে উল্লেখিত ক্রিম গুলোর মূল্য এবং ব্যবহার বিধি উল্লেখ করা হলো:

  • Darmasol N – ডার্মাসল এন (ক্রীম): এই ক্রীমটি মুখের এলার্জি দূর করার খুবই ভালো কার্যকরী হয়ে থাকে। এই ক্রীমটি খুব দ্রুত মুখ থেকে এলার্জি নিরাময় করতে পারে। এটি মুখের এলার্জি দূর করার পাশাপাশি এলার্জির কারনে মুখে যে দাগ হয় তা খুব সহজেই দূর করতে পারে এবং ত্বককে উজ্জ্বল এবং সফট করে তোলে। ডার্মাসল এন ক্রিমটি রাতে ঘোমানোর আগে একবার ব্যবহার করতে হবে। এই ক্রিমটির মূল্য ৯০ টাকা।
  • Bet CL – ভেট সিএল (ক্রীম): এই ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই ভালো কার্যকরী হয়ে থাকে। এই ক্রীমটি খুব দ্রুত মুখ থেকে এলার্জি নিরাময় করতে সক্ষম। ভেট সিএল এই ক্রিমটি রাতে ঘোমানোর আগে একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সকালে মুখ ধুয়ে নিতে হবে। এই ভেট সিএল ক্রিমটির মূল্য ৩০ টাকা।
  • Ezex – ইজেক্স (ক্রীম): এই ইজেক্স ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই কার্যকরী হয়ে থাকে। এই ক্রিমটির বিশেষত হচ্ছে মখ ছাড়াও শরীরের যে স্থানেই এলার্জিতেই এটি ব্যবহার করা যায়। এই ক্রিমটি ব্যবহারে সাথে সাথে চুলকানি বন্ধ হয়ে যায়। এই ক্রিমটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করা উত্তম। এটি ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সকালে মুখ ধুয়ে নিতে হবে। এই ক্রিমটির মূল্য ৭০ টাকা।
  • Fungidal HC – ফানজিডাল এইচ সি (ক্রীম): এই ফানজিডাল ক্রীমটিও আপনার মুখের এলার্জি দূর করার খুবই কার্যকরী হয়ে থাকে। এই ক্রিমটিও মুখের এলার্জির পাশাপাশি শরীরের যেকোনো স্থানের এলার্জি নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন। এটি দিনে দুবার সকালে এবং রাতে ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি শিশুদের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। তবে শিশুদের ক্ষেত্রে  দিনে  একবার  ব্যবহার  করতে  হবে।  এই ক্রিমটির মূল্য ৫৫ টাকা।

স্থান বেধে ঔষধ গুলোর মূল্য কিছুটা তারমধ্য হতে পারে। উল্লেখিত নিয়ম অনুযায়ী যেকোনো একটি ঔষধ ব্যবহার করলে মুখের এলার্জি নিরাময় হয়ে যাবে।

 

চোখের এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

 

চোখের এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

চোখে এলার্জি হলে এটি খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টকর হয়ে থাকে। এলার্জি এমন একটি রোগ যা আমাদের শরীরের যেকোনো জায়গায়ই হতে পারে। শরীরে এলার্জি হলে অনেক চুলকানি হয় যা খুবই বিরক্তিকর। তবে শরীরের যেকোনো জায়গার এলার্জি থেকে চোখে এলার্জিতে বেশ ভিন্নতা রয়েছে।

চোখে এলার্জি হলে চোখ লাল হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পরতে থাকে যা চোখের জন্য অনেক ক্ষতিকর।তাই চোখে এলার্জি হলে সতর্ক থাকা জরুরি। চোখে এলার্জি হলে আমাদের দ্রুত এর প্রতিকারের জন্য ঔষধ গ্রহন করতে হবে।

তাই আমরা চোখে এলার্জি হলে ভালো চোখে এলার্জি ঔষধ এর নাম জানতে চাই। তবে সকল রোগ প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। তাই আমাদের জানতে হবে যে কোন কোন কারণের জন্য চোখে এলার্জি হয়ে থাকে। তবে একেক জনের একেক কারনে এলার্জি হয়ে থাকে।

চোখে এলার্জি হওয়ার কারন গুলো হলো:

  • চোখের যত্ন না নিলে চোখে এলার্জি হয়ে থাকে।
  • রাস্তার অতিরিক্ত ধুলাবালি থেকে চোখে এলার্জি হয়ে থাকে।
  • শরীরের অন্য কোনো কঠিন রোগ থাকলে সে রোগের প্রভাবে চোখে এলার্জি হয়ে থাকে।
  • কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন খাবার থেকে চোখে এলার্জি হয়ে থাকে।
  • আপনার শরীরে অন্যান্য স্থানে এলার্জির পরিমান অনেক বেশি হলে সে প্রভাবে চোখে এলার্জি হয়ে থাকে।
  • ইলিশ, কালো বেগুন, হাঁসের ডিম ইত্যাদি এই উচ্চ এলার্জি যুক্ত খাবার বেশি খাওয়ার ফলে চোখে এলার্জি হয়ে থাকে।
  • বিভিন্ন বডি স্প্রে এবং পারফিউম চোখে প্রবেশ করলে তা থেকে চোখে এলার্জি হয়ে থাকে।

ইত্যাদি কারণ গুলো ছাড়াও আরও বেশ কিছু কারনে চোখে এলার্জি হয়ে থাকে। তবে বেশিরভাগ সময়ই উল্লেখিত কারন গুলোর জন্যই চোখে এলার্জি হয়ে থাকে।

আপনার চোখে এলার্জি হলে কিভাবে বুঝবেন যে চোখে এলার্জি হয়েছে।

চোখে এলার্জি হওয়ার কয়েকটি লক্ষণ নিচে উল্লেখ করা হলো:

  • চোখ দিয়ে অনাবরত পানি পরতে থাকা।
  • চোখ স্বাভাবিকের তুলনায় অধিক লাল হওয়া।
  • চোখ এবং চেখের চারপাশে ফুলে যাওয়া।
  • চোখে রক্ত উঠে যাওয়া এবং রক্ত জমাট বাঁধা।
  • চোখের মধ্যে চুলকানি এবং খচখচে ভাব হওয়া।
  • চোখ দিয়ে পানি পরার সাথে সাথে নাক দিয়ে হালকা সর্দি বের হওয়া।

সাধারণত এই লক্ষণ হলে আপনাকে বুঝতে হবে যে আপনার চোখে এলার্জি হয়েছে। অধিক সচেতনতা অবলম্বন করার পরেও দেখা যায় চোখে এলার্জি হয়ে যায়।

চোখে এলার্জি হলে আমাদের ঔষধ গ্রহণ করা অত্যান্ত জরুরি হয়ে পারে। তাই আমরা ভালো চোখে এলার্জি ঔষধ এর নাম জানতে চাই।

নিচে চোখে এলার্জির সবচেয়ে কার্যকরী কয়েকটি ঔষধের নাম উল্লেখ করা হলো:

  •  Alarid – এ্যালারিড
  • Olpadin – অল্পাডিন
  • Alercon – এ্যালারকন
  • Patadin – প্যাটাডিন

এই ড্রপ গুলো চোখের এলার্জি দূর করতে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে।

উল্লেখিত ঔষধ গুলোর মূল্য এবং সঠিক ব্যবহার বিধি নিচে উল্লেখ করা হলো:

Alarid – এ্যালারিড 

এ্যারিড এই ড্রপটি চোখের এলার্জি দূর করতে খুবই কার্যকরী। চোখে এলার্জি হলে এটি ব্যবহারে কয়েক মিনিটের মধ্যে চোখের চুলকানি বন্ধ হয়ে যাবে। এই ড্রপটি একাধারে ৬/৭ দিন ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এই ড্রপটির মূল্য ১৫০ টাকা।

Olpadin – অল্পাডিন 

অল্পাডিন এই ড্রপটি চোখের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। যাদের চোখে এলার্জির কারনে অতিরিক্ত মাত্রায় চুলকানি হয় এবং চোখ দিয়ে পানি পরে তাদের জন্য এই অল্পাডিন ড্রপ খুবই কার্যকরী একটি ড্রপ। এটি একাধারে ৬/৭ দিন ব্যবহার করতে হয়। এটি দিনে ২/৩ বার ব্যবহার করতে হয়। এটি ব্যবহারে চোখে হালকা ব্যাথ্যা অনুভব হয়। এই ড্রপটির মূল্য ১০০ টাকা।

Alercon – এ্যালারকন 

যেসকল রোগীরা এলার্জির কারনে তাদের চোখ চুলকাতে চুলকাতে লাল করে ফেলে এবং চোখ দিয়ে অনাবরত পানি পরতে থাকে তাদের এই ড্রপটি ব্যবহার করে হয়। এই ড্রপটি দিনে একবার এক ফোটা করে ৫/৬ দিন ব্যবহার করতে হবে। তবে আপনার চোখে এলার্জির তীব্রতা কতটা তার উপর নির্ভর করে এর ডোজ বাড়াতে বা কমাতে হতে পারে। এই ড্রপটির মূল্য ৯০ টাকা।

Patadin – প্যাটাডিন 

এই ড্রপটিও চোখের এলার্জি দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে। বিশেষ করে যাদের চোখ থেকে অনাবরত পানি পরতে থাকে তাদের জন্য এই ড্রপটি বেশ কার্যকরী হয়ে থাকে। এই ড্রপটি দিনে তিন বার দুই ফোটা করে ব্যবহার করতে হবে। এটি একাধারে ৬/৭ দিন ব্যবহার করতে হবে। এই প্যাটাডিন ড্রপটির মূল্য ১৬০ টাকা।

স্থান এবং সময় বেধে ঔষধ গুলোর উল্লেখিত মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।

নাকের এলার্জি ঔষধ এর নাম এবং দাম ।

 

নাকের এলার্জি ঔষধ এর নাম এবং দাম।

বর্তমান সময়ে নাকে এলার্জি সমস্যায় অনেক মানুষই ভোগে থাকেন। এলার্জি সর্দি আমাদের সকলেরই নাকের একটি যন্ত্রনাদায়ক সমস্যা। এটি নাকের মধ্যে নাসিকা ঝিল্লির এক ধরনের প্রদাহের ফলে হয়ে থাকে। তবে নাকে এলার্জি বা নাসিকা ঝিল্লির প্রদাহ এটি মারাত্মক কোন সমস্যা নয়।

তবে এই রোগটি হলে আপনার দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে বেশ সমস্যা তৈরি করে থাকে। কেননা নাকে এলার্জি হলে এই এলার্জির কারনে আপনার সর্দি ও ঘন ঘন হাঁচি হবে যার ফলে আপনি অতিষ্ঠ হয়ে পরবেন।

তাই নাকের এলার্জি থেকে বাঁচতে হলে ঠিক কোন কারনে এলার্জি হয়ে থাকে তা শনাক্ত করতে হবে এবং আপনার ঠিক কোন কোন বস্তুু বা জিনিসে এলার্জি আছে তা থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন কারণেই আমাদের নাকে এলার্জির মতো সমস্যা তৈরি হতে পারে।

নিচে নাকে এলার্জি হওয়ার কয়েকটি কারন উল্লেখ করা হলো:

  • রাস্তার ধুলা, পুরনো বইপত্র বা পত্রিকায় জমে থাকা ধুলো থেকে নাকে এলার্জি হয়ে থাকে।
  • কারো কারো ক্ষেত্রে বিভিন্ন কসমেটিকস থেকে এলার্জি হয়ে থাকে।
  • বিভিন্ন ফুলের রেণু এবং বিভিন্ন পশু এবং পাখির লোম থেকে নাকে এলার্জি হয়ে থাকে।
  • গাড়ি থেকে নির্গত হওয়া ক্ষতিকর কালো ধোয়া থেকে নাকে এলার্জি হয়ে থাকে।
  • বিভিন্ন শিল্পকারখানার নানারকম উপাদানও এলার্জি হওয়ার অন্যতম কারণ।
  • দৈনন্দিনের খাবারের তালিকার কিছু খাবার রয়েছে যেমন: ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ি, বেগুন ও হাঁসের ডিম এই খাবার গুলো অতিরিক্ত খাবার ফলে নাকে এলার্জি হতে পারে।
  • শীতকালে বাতাসের সাথে ধুলাবালির পরিমান বেড়ে যায় যার ফলে নাকে অতিরিক্ত ধুলো জমা হয়ে নাকে এলার্জি হয়ে থাকে ।

এই কারন গুলো ছাড়াও আরও বেশ কিছু কারনে নাকে এলার্জি হতে পারে। তবে সাধারনত উল্লেখিত কারন গুলোর কারনেই নাকে এলার্জি হয়ে থাকে।

নাকে এলার্জি হলে আপনি কিভাবে বুঝবেন আপনার নাকে এলার্জি হয়েছে। তার জন্য আপনাকে কয়েকটি লক্ষণ খেয়াল করতে হবে।

নাকে এলার্জি হওয়ার লক্ষণ গুলো হলো:

  • নাকে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চুলকানি হওয়া।
  • একাধারে কয়েকটি হাঁচি দেওয়া এবং ঘন ঘন হাঁচি হওয়া।
  • নাক দিয়ে অনাবরত পানি ঝরতে থাকা।
  • সর্দি হলে নাক যেমন ব্ন্ধ হয়ে যায় ঠিক তেমনি ভাবে নাক বন্ধ হয়ে যাওয়া।
  • অধিক মাত্রায় মাথাব্যথা করা ।
  • চোখ দিয়ে অনাবরত পানি পড়তে থাকা এবং বিভিন্ন সময় চোখ অতিরিক্ত লাল হয়ে যাওয়া ।

সাধারণত এই লক্ষণ হলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার নাকে এলার্জি হয়েছে।

বিভিন্ন সাবধানতা অবলম্বন করার পরেও আমাূের নাকে এলার্জি হয়ে থাকে। নাকে এলার্জি হলে আমরা তা দ্রত নিরাময় করতে চাই কেননা এটি খুবই যন্ত্রণাদায়ক তাই আমাদের নাকের এলার্জি ঔষধ সেবন করতে হয়। এজন্য আমরা জানতে চাই যে সবচেয়ে কার্যকরী নাকের এলার্জি ঔষধ এর নাম।

নিচে সবচেয়ে কার্যকরী কয়েকটি নাকের এলার্জি ঔষধ এর নাম উল্লেখ করা হলো :

  • Fexo 120 – ফেক্সো ১২০
  • Deslor – ডেসলর
  • Avil 22mg – এভিল ২২ মি.লি
  • Adel 20 – এডেল ২০
  •  Aller Aid – এলার এইড

নাকে এলার্জি হলে এই ঔষুধ গুলোর যেকোনো একটি ব্যবহার করলে খুব দ্রুত তা নিরাময় হয়ে যায়।

নিচে ঔষধ গুলোর ব্যবহার বিধি এবং মূল্য উল্লেখ করা হলো:

Fexo 120 – ফেক্সো ১২০

নাকে এলার্জি হলে ফেক্সো ১২০ এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। এই ট্যাবলেটটি নাকে চুলকানি নাক দিয়ে পানি পরা এবং ঘন ঘন ঘন হাঁচি আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিবে। এই ট্যাবলেটটি নাকে এলার্জির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ। এই ট্যাবলেটটি দিনে দুবার সকাল এবং রাতের খাবার খাওয়ার পর সেবন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ফেক্সো ৬০ এই ট্যাবলেটটি উত্তম। ফেক্সো ১২০ এই ট্যাবলেটটির মূল্য ৮০ টাকা।

Deslor – ডেসলর 

ডেসলর এই ট্যাবলেটটিও নাকের এলার্জি নিরাময় করতে খুবই কার্যকরী হয়ে থাকে। এটি ঔষধটি ছোট এবং বড় উভয়ই ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটিও নাকে চুলকানি নাক দিয়ে পানি পরা এবং ঘন ঘন ঘন হাঁচি আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিবে। এই ডেসলর ট্যাবলেটটি দিনে দুবার সকাল এবং রাতের খাবার খাওয়ার পর সেবন করতে হবে। এক পাতা ডেসলর ট্যাবলেটের মূল্য ৫০ টাকা।

Avil 22mg – এভিল ২২ মি.লি

এই ট্যাবলেটটি একই সাথে দুটি স্থানের এলার্জি নিরাময় করে থাকে। এ ট্যাবলেটটি নাকের এলার্জির পাশাপাশি চোখের এলার্জি খুব দ্রুত নিরাময় করে থাকে। এলার্জির কারনে সারা শরীরে যে চুলকানি হয়ে থাকে এটি সেবনে তা নিরাময় হয়ে যায়। এ ট্যাবলেটটি প্রায় সব ধরনের এলার্জি নিরাময়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দিনে দুটি ট্যাবলেট সেবন করতে পারেন। এক পাতা এভিল ট্যাবলেটের মূল্য এবং ২৫ টাকা।

Adel 20 – এডেল ২০

এলার্জি কারনে নাকে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে এই এডেল ড্রপটি খুবই কার্যকরী হয়ে থাকে। তাছাড়া এই ড্রপটি নাকের এলার্জির কারনে মাথা ব্যাথা এবং ঘন ঘন হাঁচি নিরাময় করতেও দারুণ ভাবে কার্যকরী হয়ে থাকে। এই ড্রপটি নাকে এলার্জি হলে দিনে ২-৩ বার ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে একবার ব্যবহার করা উত্তম। এই এডেল ২০ ড্রপটির মূল্য ২৫০ টাকা।

Aller Aid – এলার এইড

এই এলার এইডট্যাব লেটটিও নাকে চুলকানি নাক দিয়ে পানি পরা এবং ঘন ঘন ঘন হাঁচি আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিবে। এলার্জি হলে যাদের হাঁপানি হয় তাদের জন্য এই ঔষুধটি খুবই কার্যকরী হয়ে থাকে। এই ট্যাবলেটটি নাকে এলার্জি হলে দিনে ২ বার ব্যবহার করতে পারেন। এটি একাধারে ১২/১৫ টি ট্যাবলেট সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ঔষুধটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ট্যাবলেটটির মূল্য ২৭০ টাকা।

উল্লেখিত ঔষধ গুলোর মূল্য বিভিন্ন স্থান বেধে কিছুটা তারতম্য থাকতে পারে। এই ঔষুধ গুলো সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম।

 

সুস্থতা থেকে আরও পড়ুন

অ্যালার্জি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *